• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দুই বিশ্ববিদ্যালয় তরুণী ধর্ষণ মামলায় সাদমানের জামিন নামঞ্জুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০১৮, ১৯:৪৮

রাজধানীর বনানীতে রেইন-ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়ে দুই বিশ্ববিদ্যালয় তরুণীকে ধর্ষণ মামলায় হোটেল মালিকের ছেলে সাদমান সাকিফের জামিন আবেদন নামঞ্জুর করলেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ঢাকার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সফিউল আজম জামিন শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন।

এসময় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামি উপস্থিত ছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: প্লেন দুর্ঘটনায় আহত কবিরের ডান পা কেটে ফেলা হলো
--------------------------------------------------------

এদিন ট্রাইব্যুনালে রেইন-ট্রি হোটেলের দুই কর্মচারী আকবর হোসেন এবং জে বি আর রোজারিও সাক্ষ্য দেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ এপ্রিল দিন ঠিক করা হয়।

গত বছরের ৬ মে বনানী থানায় এক তরুণীর করা ধর্ষণ মামলায় সাফাত আহমেদ এবং তার বন্ধু সাদমান সাকিফকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় বলা হয়, সাফাত ও নাঈম ওই দুই তরুণীর বন্ধু। জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়ে হোটেলে নেয়ার পর একটি কক্ষে নিয়ে রাতভর দুই তরুণীকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন তারা। অন্য তিন আসামির বিরুদ্ধে ধর্ষণে সহায়তা ও ভিডিও ধারণের অভিযোগ আনা হয়।

গত বছরের ৭ জুন ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের(ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি।

এরপর ১৯ জুন তাদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন ট্রাইব্যুনাল

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
ধর্ষণ মামলায় স্থায়ী জামিন পেলেন সেই মুশতাক
ধর্ষণ মামলা : আ.লীগ থেকে বড় মনিরকে অব্যাহতি
X
Fresh