• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

প্লেন দুর্ঘটনায় আহত কবিরের ডান পা কেটে ফেলা হলো

আরটিভি অনলাইন

  ২৭ মার্চ ২০১৮, ১৯:৫০

নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় আহত কবির হোসেনের ডান পা কেটে ফেলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্লেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, সোমবার রাতেই সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে কবির হোসেনের পায়ে অস্ত্রোপচার করা করেছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন ডান পা কেটে ফেলতে হবে। এজন্য রাতেই তার অস্ত্রোপচার করা হয়েছে। বাঁ পায়ের ব্যাপারেও সেখানকার চিকিৎসকরা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: দুই বিশ্ববিদ্যালয় তরুণী ধর্ষণ মামলায় সাদমানের জামিন নামঞ্জুর
--------------------------------------------------------

এর আগে উন্নত চিকিৎসার জন্য রোববার রাত ১টার দিকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তার আগ পর্যন্ত তিনি ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের আইসিইউ থেকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৭১ জন যাত্রী নিয়ে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১। এতে নিহত হন ৫০ জন। তাদের মধ্যে ২৭ জনই বাংলাদেশি।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh