• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ঢামেকে আনা হয়েছে রুবাইয়াত রশীদকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মার্চ ২০১৮, ১৭:২৪

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শেখ রুবাইয়াত রশীদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের চেয়ে রুবায়েতের অবস্থা এখন ভালো।

আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে রুবাইয়াত রশীদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান।

এর আগে বিকেল ৩টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-০০৭২ ফ্লাইট তাকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সেখান থেকে রুবায়েত একটি অ্যাম্বুলেন্সযোগে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় আহত রুবায়েত দেশে ফিরছেন
--------------------------------------------------------

গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত রুবাইয়াত ঘটনার পর থেকে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই দুর্ঘটনায় ৩৬ বাংলাদেশির মধ্যে ২৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন।

এর মধ্যে গতকাল শুক্রবার মেহেদী হাসান, সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা ও আলিমুন্নাহার এ্যানিকে ঢাকায় এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একইভাবে গত বৃহস্পতিবার আহত শেহরিন আহমেদকে নেপাল থেকে ঢাকা আনা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেলে নেয়ার পর বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তার শারীরিক পরীক্ষার-নিরীক্ষার পর বলেন, আহত যারা এ পর্যন্ত এসেছে তাদের চেয়ে রুবায়েতের অবস্থা ভালো। তবে এখানে আনার পর প্রাথমিকভাবে আমরা যা দেখেছি তাতে মনে হচ্ছে তার শ্বাস-প্রশ্বাসে তেমন সমস্যা নেই। শুধু বুকের একটা হাড় ভেঙেছে। ডান পায়ে ইনজুরি রয়েছে। এছাড়া তেমন কোনো বার্ন নেই। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

তিনি আরও বলেন, আগামীকাল রোববার বেলা ১০টার দিকে আমাদের ১৩ সদস্যের মেডিকেল বোর্ড পুরোপুরি পর্যবেক্ষণ করে তাদের সার্বিক অবস্থার বিষয়ে জানাবেন।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সিনেমার পাশাপাশি নাটকেও ভালো গান হচ্ছে’
দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত
ফের একসঙ্গে তাহসান-মিথিলা
খতনার সময় শিশুর পুুরুষাঙ্গ কেটে ফেলল হাজাম, ঢামেকে ভর্তি
X
Fresh