• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নেপালে বিমান দুর্ঘটনায় আহত শেহরিন দেশে, ঢামেকে ভর্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মার্চ ২০১৮, ১৬:৩৯

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তে আহত শেহরিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য দেশে আনা হয়েছে।

বৃহস্পতিবার নেপালের স্থানীয় সময় দেড়টায় ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বাংলাদেশ সময় বেলা সোয়া তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শেহরিন আহমেদকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।

এদিকে নেপাল ছাড়ার আনুষ্ঠানিকতা দূতাবাসের কর্মকর্তারা আগে করে রেখেছিলেন। পরে বিমানবন্দর থেকে তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) নেয়া হয়। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হবে শেহরিনকে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন আরটিভি অনলাইনকে জানিয়েছেন, ঢামেক বার্ন ইউনিটে তার চিকিৎসার জন্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নেপালের কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনিট-৩ এ শেহরিন আহমেদের চিকিৎসা চলছিল। তার পা ভেঙে যাওয়াসহ শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে।

সকালে শেহরিন আহমেদের দেশে ফেরার কথা জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেছিলেন, শেহরিন আহমেদ দুপুরের দিকে ঢাকা পৌঁছাবে। এছাড়া নেপালে বিধ্বস্ত বিমানে আহতদের সবাই স্থিতিশীল আছেন। একজনের অবস্থা একটু সিরিয়াস (গুরুতর)। দুয়েক দিনের মধ্যেই তারা চলে যেতে পারবেন। আমরা তাদের পাঠানোর ব্যবস্থা করবো। চিকিৎসকরা যেভাবে গাইড করবেন সেভাবেই কাজ করার চেষ্টা করবো। তারা ছাড়পত্র দিলে আহতদের ফেরত পাঠানোর ব্যবস্থা করবো।

১২ই মার্চ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ৫১ জন। ইউএস বাংলার বম্বারডিয়ার ড্যাশ কিউ ৪০০ বিমানটিতে মোট ৭১জন আরোহী ছিলেন। এতে বিমানের পাইলট ও ক্রুরা মারা যান। ওই ঘটনায় আহত হন আরও ২০ জন। পরে হতাহতের উদ্ধার করে স্থানীয় কেএমসি হাসপাতাল, নরভিক হাসপাতাল ও ওম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন:

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-নেপালের বিদ্যমান বাণিজ্য সম্পর্কে সন্তুষ্টি সচিবদের
বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে ভারত ও নেপালকে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ 
নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক
নেপাল চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
X
Fresh