• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির যুগ্ম-মহাসচিব সোহেল আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২২

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ভোরে রাজধানীর মালিবাগ থেকে তাকে আটক করা হয়।

সোহেলের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিলেট সফরে সোহেলও তার সঙ্গে ছিলেন। পরে সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় ফেরেন খালেদা জিয়া। ভোরের দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মালিবাগের বাসা থেকে সোহেলকে আটক করেন।

হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। রাজধানীর পল্টন, মিরপুর, মতিঝিল, ডেমরা, আদাবর ও কালসী থানায় দায়ের মামলায় উচ্চ আদালত থেকে ১৪৩টি মামলায় জামিনে রয়েছেন।


আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সস্ত্রীক ওমরাহ করতে গেলেন ফখরুল
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১
এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় গেলে রক্তে ভাসিয়ে দেবে : ওবায়দুল কাদের
X
Fresh