• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধর্মীয় অনুভূতিতে আঘাতের বই প্রকাশ করলে ব্যবস্থা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৮, ১৩:২৯

ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন বই প্রকাশ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে।

বললেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

বাংলা একাডেমি প্রাঙ্গণে ডিএমপির মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুর ১২টার দিকে অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ এর নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যে কোনো নতুন বই মেলায় এলে বাংলা একাডেমি তা যাচাই-বাছাই করে দেখবেন। যাতে কোনো বই ধর্মীয়, সামাজিক ও জাতীয় মূল্যবোধে আঘাত করতে না পারে।

তিনি আরো বলেন, বইমেলাকে ঘিরে ডিএমপি নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। বই মেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবে। সিসি ক্যামেরা দিয়ে মেলার ভেতরসহ চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে। ইভটিজিং, ছিনতাইকারী-পকেটমার এবং অজ্ঞান-মলমপার্টির সদস্যদের প্রতিরোধের জন্য মেলায় মোবাইল টহল টিম ও স্পেশাল টিম থাকবে। বই মেলায় প্রবেশ ও বাহিরের গেট ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশ-বাহির গেটে এবং উদ্যানের অভ্যন্তরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
কেন্দ্রে ভোট দিতেন না উত্তম কুমার, মহানায়কের জন্য ছিল যে ব্যবস্থা
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট, যুবককে পিটুনি
‘পেনশন ব্যবস্থায় যুক্ত হলে শেষ বয়সে দুশ্চিন্তায় থাকতে হবে না’
X
Fresh