• ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
logo

অব্যাহত থাকবে মৃদু শৈত্যপ্রবাহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০১৮, ০৯:৩১

ঢাকাসহ সীতাকুণ্ড, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের উত্তরপশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন রাজারহাট ৭ ডিগ্রী সেলসিয়াস। আজ (সোমবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬ টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে।

সূত্র: বাসস

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
সুসংবাদ দিলো আবহাওয়া অফিস
সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে
X
Fresh