• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইন্দোনেশিয়ার আশ্বাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৮, ১২:১৪

রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের সহযোগিতা ও আশ্বাস দিয়েছে ইন্দোনেশিয়া। পাশাপাশি দু'দেশের পারস্পরিক বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছে। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এসব জোর দেন।

বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সুযোগ থাকা স্বত্বেও দুই দেশের ব্যবসা-বাণিজ্য আশানুরূপ হয়নি বলে মত দিয়েছেন জোকো উইদোদো।

১০টার কিছু আগে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক হয়।

একান্ত বৈঠকের পর রোববার সকাল সাড়ে ১০টার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় এ বৈঠক শুরু হয়।

এদিন দুই নেতার উপস্থিতিতে ইন্দোনেশিয়া থেকে ‘লিকুইড ন্যাচারাল গ্যাস’ (এলএনজি)আমদানিসহ একটি বাণিজ্যচুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এর আগে রোববার সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

দুইদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় এসে পৌঁছান জোকো। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এ সফরে আসেন। সফরকালে তিনি আজ রোববার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।

আরও পড়ুন:

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের ফেরাতে আইওএমকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী 
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘণ্টার ব্যবধানে ২ খুন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
X
Fresh