• ঢাকা শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ঢাবি ভিসির কার্যালয়ে হামলা-ভাংচুর

ছাত্রলীগ জড়িত থাকলে ব্যবস্থা: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জানুয়ারি ২০১৮, ১১:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার বেলা ১১টায় রাজধানীর মা‌নিক মিয়া এভিনিউয়ে বিআর‌টিএ’র মোবাইল কোর্ট প‌রিদর্শনকা‌লে একথা জানান মন্ত্রী।

মন্ত্রী ব‌লেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা খতিয়ে দেখা হবে। ভি‌সিকে অবরুদ্ধ ক‌রে হামলার চেষ্টা হ‌য়ে‌ছি‌ল। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে উদ্ধার ক‌রে‌ছে।

ওবায়দুল কা‌দের জানান, রাইড শেয়ারিং নীতিমালা একমাসের মধ্যে বাস্তবায়ন হ‌বে। এ বিষয়ে শিগ‌গিরই স্টেক‌হোল্ডার‌দের সঙ্গে বৈঠকে বসা হ‌বে। বৈঠকের পর একমাসের মধ্যে নীতিমালা বাস্তবায়ন হ‌বে। তখন নীতিমালা বাস্তবে প্র‌য়োগ কর‌তে পার‌ব।

মন্ত্রী ব‌লেন, উবার, স্যাম, পাঠাও এসব নতুন প্রযুক্তির প‌রিবহন সু‌বিধগু‌লোর বিষয়ে নী‌তিমালা পাস হ‌য়ে‌ছে। এতে সিএন‌জি অটোরিকশায় মিটার ব্যবহা‌রের প্রবণতা বাড়‌বে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার রুটিন ওয়ার্ক করবে। ভারতসহ অন্য গণতান্ত্রিক দেশে যেমনটা হয়।

বিএন‌পির নির্বাচনকালীন সরকা‌রের রূপ‌রেখা দেয়া প্রসঙ্গে কা‌দের ব‌লেন, বিএন‌পি কি সহায়ক সরকার চায়, নির‌পেক্ষ সরকার চায়, না তত্ত্বাবধায়ক সরকার- এখনও ঠিক কর‌তে পা‌রেনি। আর তা‌দের রূপ‌রেখা শুন‌ছি এক বছরে ধরে। তা‌রা একটা সিদ্ধা‌ন্তে উপনীত হ‌তে পা‌রেনি।

আরও পড়ুন

এমসি/পি/ এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনার কী ছিলেন বড় কথা নয়, তার জনপ্রিয়তা ছিল: কাদের
ছাত্রলীগ নেতার বাসা থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধার, আটক ১২
সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা, যা বললেন কাদের
টাউট-বাটপার যেন সংগঠনে ঢুকতে না পারে: কাদের
X
Fresh