• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

শপথ নিলেন রসিক মেয়র

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৮, ১২:১৪

শপথ নিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় মেয়রের সঙ্গে রসিকের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণের পর মেয়র মোস্তাফিজার রহমান জানিয়েছেন, রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরদের শপথ গ্রহণ হয়েছে। আগামী রোববার মেয়র হিসেবে তিনি দায়িত্ব বুঝে নেবেন।

গত ২১ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। তাকে নৌকা প্রতীকে পরাজিত করেন প্রায় এক লাখ ভোটের ব্যবধানে।

আরও পড়ুন

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মনোনয়ন প্রত্যাহার করলেন এমপিপুত্র গোলাম মূর্তজা
ডিজাব’র নতুন সভাপতি আলমগীর, সম্পাদক আহম্মদ উল্লাহ
‘উপজেলা ভোটে কোনো অনিয়ম হলে চাকরি হারাবে কর্মকর্তারা’
X
Fresh