• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

হয়তো সংলাপ হবে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জানুয়ারি ২০১৮, ১৭:০০

গেলো নির্বাচনে সংলাপের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। আর সে কারণে এবার হয়তো আর সংলাপ হবে না। জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি সংলাপের দাবি করলেও এবার আর সংলাপ হওয়ার সম্ভাবনা নেই। সংলাপের চেষ্টা করে তো আমরা প্রত্যাখ্যাত হয়েছি। সেজন্য আর হয়তো সংলাপের উদ্যোগ নেই।

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সংবিধান অনুসারেই নির্বাচন হবে। সুতরাং আমরা আশা করি, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন,দেশের মানুষ এখন সচেতন। তাই যারা প্রকৃত দেশপ্রেমিক আগামী নির্বাচনে মানুষ তাদেরই নির্বাচিত করবে।

নির্বাচনে যারা পরাজিত হয় তারা সবসময়ই কারচুপির অভিযোগ করে বলে অভিযোগ করেন মন্ত্রী।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সব দেশেই নির্বাচনে কারচুপির অভিযোগ উঠে। তারপরও যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা নির্বাচনে অংশ নেয়।

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাইস চেয়ারম্যান হতে ৩ বার জন্ম, পপির বিরুদ্ধে ইসিতে অভিযোগ
নির্বাচনী সহিংসতা, ইউনিয়ন পরিষদ ভবনে শত শত মানুষ
দুই পৌরসভায় সাধারণ ছুটি ঘোষণা ইসির
ওড়িশার প্রথম মুসলিম নারী এমএলএ, কে এই সোফিয়া