• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খালেদার গাড়ির চাকা পাংচার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ অক্টোবর ২০১৭, ১৮:২৪

চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে পাংচার হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ির একটি চাকা।

রোববার বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের লোহাগাড়ার ঠাকুরদিঘীতে পৌঁছালে এই চাকা পাংচারের ঘটনা ঘটে।

খালেদা জিয়াকে গাড়িতে রেখেই চাকাটি পরিবর্তন করা হয়। চাকা পরিবর্তন করতে ১০ মিনিটের মতো সময় লাগে। এসময় খালেদা জিয়ার গাড়ির চারপাশে অবস্থান নেন সঙ্গে থাকা নেতাকর্মীরা।

কিছুক্ষণ পর খালেদার সফরসঙ্গী ছাত্রদলের সভাপতি রাজিব আহসান জানান, ম্যাডামের গাড়ি ঠিক হয়ে গেছে। এখন তারা কক্সবাজারের দিকে অভিমুখে এগিয়ে যাচ্ছেন।

এর আগে গত শনিবার গুলশান কার্যালয় থেকে কক্সবাজার অভিমুখে রওয়ানা করলে কুমিল্লার ক্যান্টনমেন্টে খালেদা জিয়ার গাড়ির একটি চাকা পাংচার হয়ে যায়। ওই রাতে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান নেন।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। এদিন বিকেলে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছানোর কথা খালেদা জিয়ার। রাতে সেখানেই অবস্থান করবেন তিনি।

জানা গেছে, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাবেক এই প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের মধ্যে ত্রাণ সহায়তা দেবেন। এরপর আবার কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে রওনা হবেন তিনি।

মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে ফেনী হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
X
Fresh