• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জর্ডানের রানি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ অক্টোবর ২০১৭, ২৩:০৭

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে সফরে আসছেন জর্ডানের রানি রানিয়া আবদুল্লাহ।

এ সফরে তিনি কক্সবাজারের কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। আগামী ২৩ অক্টোবর সোমবার তার বাংলাদেশে আসার কথা রয়েছে।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এ তথ্য নিশ্চিত করেছে।

রানি রানিয়া কক্সবাজারের কুতুপালংয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের শিবির পরিদর্শন করবেন।

তিনি আইআরসির একজন বোর্ড সদস্য এবং জাতিসংঘের মানবিক সংস্থার একজন পরামর্শক।

পরিদর্শনের সময় তিনি সেখানে আশ্রয় নেয়া শরণার্থীদের সঙ্গে কথা বলবেন।

আইসিআর, ইউএনএইচসিআর, ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার ত্রাণ কার্যক্রমও তিনি পরিদর্শন করবেন।

তাঁর এ সফরের শেষে রানিয়া গণমাধ্যমের কাছে তাঁর অভিজ্ঞতা তুলে ধরবেন বলে জানিয়েছে আইআরসি।

গেলো আগস্টের শেষ দিকে মিয়ানমারে সেনা অভিযান শুরু হয়। এরপরে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশে। যার সিংহভাগই শিশু।

যদিও নির্যাতনের কথা অস্বীকার করে আসছে মিয়ানমার। জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও রাখাইনে যেতে দিচ্ছে না মিয়ানমার সরকার।

এ সংকট নিরসনে আগামী ২৩ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক সম্মেলন ডাকা হয়েছে। এতে বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
মুসলিম দেশে হয়েও কেন ইসরায়েলের পক্ষ নিল জর্ডান?
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
X
Fresh