• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি নির্বাচন করলে আওয়ামী লীগ ২৫টি আসনও পাবে না : মির্জা ফখরুল

গাজীপুর প্রতিনিধি

  ২০ অক্টোবর ২০১৭, ২০:০০

বিএনপি নির্বাচন করলে আওয়ামী লীগ ২৫টি আসনও পাবে না। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় ঘাঘটিয়া চালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি যেন আগামী নির্বাচনে আসতে না পারে, সে জন্য সরকার নানামুখী ষড়যন্ত্র করছে। তারা জানে বিএনপি নির্বাচনে আসলে ২৫টি আসনও পাবে না আওয়ামী লীগ। তিনি বলেন, আমরা নির্বাচনে যেতে চাই। তবে সে জন্য সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে দলমত নির্বিশেষে জাতীয় কনভেনশন আহ্বানের দাবি জানান তিনি।

কাপাসিয়া উপজেলা বিএনপি সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ স্থানীয় নেতাকর্মী ও হান্নান শাহের পরিবারের সদস্যরা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিএনপি নির্বাচনে যাবে কি না, বলারও সুযোগ দেয়নি সরকার’
বিএনপি নির্বাচন মোকাবিলায় ভয় পায় : খায়রুজ্জামান লিটন
বিএনপি নির্বাচনে বাধা দিতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
X
Fresh