• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সু চির বক্তব্য প্রত্যাহারের দাবি ১৪ দলের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৬

রোহিঙ্গা সঙ্কট নিয়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে ১৪ দল।

বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে ১৪ দল সু চির বক্তব্য প্রত্যাখ্যানের এ সিদ্ধান্ত নেয়।

ওই সভায় বক্তারা জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া সু চির বক্তব্যের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে সু চির বক্তব্য প্রত্যাহারের দাবি জানান ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, মিয়ানমানের সামরিক জান্তার হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে বাস্তুহীন জীবনযাপন করতে হচ্ছে। তাদের অবশ্যই নিজ দেশে ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে ফিরিয়ে নিতে হবে। সে জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জনমত গড়ে তুলছেন।

তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের দেশে সম্মিলিতভাবে বসবাস করে আসছি। আগামীতেও আমাদের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। যেকোনো মূল্যে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে বসবাস করতে চাই। আমাদের সম্প্রীতির মধ্যে কেউ যদি ভাঙন ধরানোর চেষ্টা করে তাহলে তাদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

এ সময় বিশ্বের বড় বড় নেতাকে রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান মোহাম্মদ নাসিম।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
X
Fresh