• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি পৌঁছেছে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৭, ১৯:৫২

৪শ’১৮ হজযাত্রী নিয়ে সোমবার জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে প্রথম ফ্লাইট।

এসময় যাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনস্যুলেট’র কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দীন, সৌদি হজ মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মারওয়ান সুলাইমানী, দক্ষিণ এশিয়ান হজ অফিসের চেয়ারম্যান ডক্টর রাফাত বদরসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছাড়ে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানান। তার আগে কুশল বিনিময়সহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের বাড়িভাড়াসহ সব আয়োজন শেষ করা হয়েছে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরো ৩টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে যাবে বলে জানানো হয়েছে।

গেলো শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনে সৌদি আরব যাবেন।

এর মধ্যে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ হজযাত্রী। সরকারি ব্যবস্থাপনায় যাবেন চার হাজার ৯০ জন। অবশিষ্ট ৫৯ হাজার ৫শ’৯ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

বিমানের ফিরতি হজ ফ্লাইট ৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকা নিতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে হজযাত্রীদের 
বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন নিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
হজযাত্রীদের টিকিট ভোগান্তি নিয়ে বিমানমন্ত্রীর হুঁশিয়ারি
হজযাত্রীদের জন্য সুখবর দিলো সৌদি 
X
Fresh