• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হাওরাঞ্চলে ত্রাণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ এপ্রিল ২০১৭, ১৮:২৪

করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীদের আর্থিক সাহায্য ও ত্রাণসামগ্রী সহায়তা দিতে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সাসটেইন্যাবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাসের সই করা চিঠিটি সার্কুলারের মাধ্যমে সোমবার সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন হাওর অঞ্চল বিশেষত সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ উত্তরপূর্বাঞ্চলের অন্যান্য হাওর এলাকায় বন্যার কারণে বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়াসহ ফসল, ঘরবাড়ি, গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। অপরদিকে ওই অঞ্চলের অসহায় মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। এ অবস্থায় সিএসআর কার্যক্রমের আওতায় জরুরি ভিত্তিতে ওষুধ, তেলের চুলা, সোলারবাতি ও সোলার সিস্টেম সহায়তা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

সার্কুলারে আরো বলা হয়, এ বিষয়ে যত ব্যয় হবে তা ১০ জুন ২০১৫ সালের সার্কুলার লেটার নং৬ এর মাধ্যমে জারি করা ফরম্যাটের সোস্যাল প্রজেক্টস খাতের দুর্যোগ ব্যবস্থাপনা উপখাতে প্রদর্শন করার জন্যও পরামর্শ দেয়া হয়।

এমসি/সি

হাওরাঞ্চলে কৃষিঋণ আদায় স্থগিত

দুর্গতদের ত্রাণ বিতরণে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার ভাঙলো পাগনার হাওরের বাঁধ (ভিডিও)

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
বিশ্বের সর্ববৃহৎ আলপনার উদ্বোধন
বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে হাওরে
টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম 
X
Fresh