• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ধান ২৪, চাল ৩৪ টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ এপ্রিল ২০১৭, ১৭:১০

প্রতি বছরের মতো এবারও সরাসরি কৃষকের কাছ থেকে ধান-চাল কিনবে সরকার। এবার প্রতি কেজি চালের দাম ঠিক করা হয়েছে ৩৪ টাকা। আর ধানের দাম ২৪ টাকা। জানালেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এসব কথা জানালেন তিনি।

কামরুল ইসলাম বলেন, শুধু ধান, চাল নয় মাঠের কৃষক থেকে গম কিনবে সরকার। গমের দাম ধরা হয়েছে প্রতি কেজি ২৮ টাকা। কোনো মাধ্যম নয়, সরাসরি কৃষকদের কাছ থেকে এসব খাদ্য শস্য কেনা হবে।

তিনি বলেন, এবার ৮ লাখ মেট্রিক টন চাল ও ৭ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। আর গম কেনা হবে ১ লাখ মেট্রিক টন। মোট চালের মধ্যে আতপ চাল কেনা হবে এক লাখ মেট্রিক টন। তবে আতপ চালের দাম ধরা হয়েছে প্রতিকেজি ৩৩ টাকা।

খাদ্যমন্ত্রী বলেন, আসছে ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও চাল কেনার কর্মসূচি চলবে। গম কেনা শুরু হবে আসছে ১৮ এপ্রিল থেকে, চলবে ৩০ জুন পর্যন্ত। কৃষকদের অ্যাকাউন্ট পে’র মাধ্যমে মূল্য পরিশোধ করা হবে।

কামরুল ইসলাম বলেন, এবার প্রতি কেজি ধান উৎপাদনে খরচ হয়েছে ২২ টাকা ও চালের হিসেবে ৩১ টাকা। আর গমে ক্ষেত্রে খরচ প্রায় ২৮ টাকা। সারাদেশে ১ কোটি ৯১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন বোরোর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh