• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কিশোরগঞ্জের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

অনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল ২০১৭, ১৮:২৯

বন্যা কবলিত কিশোরগঞ্জের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বুধবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

এসময় তৌফিক বলেন, জেলার ছোট-বড় ৩৫ টি হাওরের ৩৩ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

তিনি বলেন, কিশোরগঞ্জ জেলার হাওর এলাকা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় অকাল বন্যায় কৃষি জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার ইটনা-মিঠামইনের বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

অন্যদিকে, খালিয়াজুরীকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে হাওর এলাকার সাধারণ জনগণ।

বুধবার সকালে শহরের মোক্তারপাড়াস্থ পৌরসভার সামনে প্রধান সড়কে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা খালিয়াজুরীকে দুর্গত এলাকা ঘোষণার পাশাপাশি তাদের সাহায্যে এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh