• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় ব্যর্থ আশরাফুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩০
ফাইল ছবি

ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে খুব দ্রুতই বড় সুযোগ এসেছিল মোহাম্মদ আশরাফুলের সামনে। জায়গা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনও দলে।নিজেকে প্রমাণ করার জন্য এই সুযোগটা নেহাত কম কিসে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবির ‘এ’ দলের প্রস্তুতি ম্যাচে লাল দলের হয়ে খেলছেন সাবেক এই টাইগার অধিনায়ক।

সবুজ দলের বিপক্ষে প্রথম ইনিংসে তাইজুল ইসলামের বলে জাকির হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০ বলে মাত্র ১ রান করে। আশরাফুল ভক্তদের আশা ছিল দ্বিতীয় ইনিংসে হয়তো ঠিকই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার।

কিন্তু দ্বিতীয় ইনিংসেও একই অবস্থা। শুরুতে চার-ছয়ের ঝলক দেখালেও পার হতে পারেননি ২০ রানের কোঠা। ১৩ রানের মাথায় পেসার এবাদত হোসেনের বলে ফজলে রাব্বিকে ক্যাচ দিয়ে ফেরেন প্যাভিলিয়নে।

সবুজ দলের দেয়া ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লাল দল ১২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারালে উইকেটে আসেন মোহাম্মদ আশরাফুল।

৩৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যানের ফেরা নিয়ে তার ভক্তরাও উপস্থিত হন শেখ আবু নাসের স্টেডিয়ামের ভাঙ্গা গ্যালারিতে। কিন্তু প্রিয় খেলোয়াড়ের এমন পারফরম্যান্সে ভাঙ্গা গ্যালারি থেকে ভাঙ্গা মন নিয়েই বাড়ি ফেরেন তার ভক্তরা।

আরও পড়ুন :

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh