• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এখনই হতাশ হবার কারণ নেই: মাশরাফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৫

শেষ বল কিংবা শেষ রান পর্যন্ত যিনি লড়ে যান, অনুপ্রেরণা জোগান দলের বাকিদের। তার মুখে তো এমন কথা বেমানান না। যে মাশরাফি বিন মুর্তজার হাত ধরে পাল্টে গেছে বাংলাদেশের ক্রিকেট, তার আশা এখনও সম্ভব এশিয়া কাপের ফাইনালে খেলার।

১৪তম এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত হয়েছিল পাঁচবারের এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে। বড় স্বপ্ন যেমনটা দেখছিল বাংলাদেশ দল, তেমনই একই স্বপ্ন দেখছিল বাংলাদেশ দলের সমর্থকরাও।

কিন্তু বিপত্তি বাধে আফগানিস্তানের কাছে হেরে। যা আশা করেনি কেউই। আফগানদের বিপক্ষে পরাজয়ের পরদিনই আবার খেলতে হয় শক্তিশালী ভারতের বিপক্ষে। এই ম্যাচেও হার। এই দুই ম্যাচের হারের ধরনটা বেশ ভাবাচ্ছে গোটা দলকে!

টানা দুই ম্যাচ হেরে যখন বিধ্বস্ত একটা দলে পরিণত হয়েছে বাংলাদেশ আর সমর্থকরা তখন আশার বাণী অধিনায়কের কথায়।

সুপার ফোর পর্বে খেলতে হবে আরও দুটি ম্যাচ। ভারতকে বাদ দিলে ম্যাচ রয়েছে আফগানিস্তান আর পাকিস্তানের বিপক্ষে। যদি ফাইনালে খেলতে হয় তবে জিততে হবে দুই ম্যাচেই।

বাংলাদেশ অধিনায়ক বলছেন, আমরা তো এখনও টিকে আছি টুর্নামেন্টে। পরের ম্যাচ খেলার আগে একটা দিন সময় পাবো। এর ভেতর আফগানিস্তান ম্যাচ নিয়ে ভাববার সময় পাবো যা, আগের ম্যাচে পাইনি। আফগানিস্তানের বিপক্ষে জিততে পারলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সমান সুযোগ থাকবে জয়ের। এই দুই ম্যাচে জিততে পারলে ফাইনালে খেলাটা সহজ হয়ে যাবে।

আগামীকাল রোববার সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচ খেলেছিল বাংলাদেশ সেই ম্যাচে বিশ্রামে ছিল মুশফিকুর রহিম আর মুস্তাফিজুর রহমান। আগামী ম্যাচে এই দুজনের দলে অন্তর্ভুক্তিও নিশ্চয় এগিয়ে রাখবে বাংলাদেশকে।

আরও পড়ুন :

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
X
Fresh