• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হোল্ডারে বিবর্ণ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুলাই ২০১৮, ১৩:২০

দ্বিতীয় দিনটা দারুণভাবে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দিন শেষে বিবর্ণ। এতটাই রঙহীন যে জ্যামাইকায় ফিরে আসছে এন্টিগার দুঃস্মৃতি। বলা যায় আরেকটা টেস্ট হারের সামনে নখ-দন্তহীন টাইগাররা।

এন্টিগার দুঃস্বপ্ন ভুলতে জ্যামাইকায় টস জিতে আগে বোলিং নিয়েছিল টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিং করতে নেমে ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্রেথওয়েটের শতক আর শিমরন হেটমেয়ারের অর্ধশতকে প্রথম দিন শেষ হয় ৪ উইকেটে ২৯৪ রানে।

এই চার উইকেটে মেহেদী মিরাজের ছিল ৩ উইকেট। তাইজুল ইসলামের ১টি।
--------------------------------------------------------
আরও পড়ুন : তৃতীয় স্থান ‍নির্ধারণী ম্যাচে নজর কাড়বেন কেন-লুকাকু
--------------------------------------------------------

দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে প্রথম সেশনেই শেষ ক্যারিবীয়দের বাকি ৬ ব্যাটসম্যান। এদিন ২ উইকেট নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবারে মতো ৫ উইকেট পান মিরাজ।

সবমিলে ১১২ ওভার ব্যাটিং করে ৩৫৪ রান তুলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে লিটন দাসকে দিয়ে শুরু বিপর্যয়ের। তামিম ইকবালের ১০৫ বলে ৪৭ রান ছাড়া বাকি দশ ব্যাটসম্যানের কেউ পৌঁছাতে পারেনি পঞ্চাশের আশেপাশে।

৪৬.১ ওভার ব্যাটিং করে ১৪৯ রানেই অল আউট বাংলাদেশ।

টাইগারদের এমন ব্যাটিং দৈন্যদশায় জেসন হোল্ডার একাই তুলে নেন ৫ উইকেট। এ নিয়ে ক্যারিয়ারে এটি তার তৃতীয়বারের পঞ্চম উইকেট পাওয়া।

দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।

সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে ফিরে যান প্রথম ইনিংসে শতক হাঁকানো ক্রেইগ ব্রেথওয়েট।

আরও পড়ুন :

এমআর/

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত সিরিজ দেখা যাবে যেভাবে
এইচএসসি পাসেই পেট্রোলিয়াম করপোরেশনে চাকরি
ক্রিকেটে ইতিহাস লিখল গণ-অর্থায়নে খেলতে আসা ভানুয়াতু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
X
Fresh