• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ২২:২২

আবুধাবির এই মাঠের ইতিহাসে ২৫০ রান তাড়া করতে নেমে ২০ ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র তিনটিতে। এমন সমীকরণে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের।

নিয়মিত ওপেনার তামিম ইকবালের এশিয়া কাপকে বিদায় জানাতে হয়েছে চোট পেয়ে প্রথম ম্যাচেই।

তার বদলে অভিষেক হয়েছে নাজমুল হোসেন শান্তর। অভিষেক ম্যাচে শান্ত তাকে মেলে ধরতে পারলেন কই। আফগান স্পিনার মুজিব উর রহমানের বল মারতে গিতে ক্যাচ তুলে দেন আফতাবের হাতে। বিদায় নিতে হল ৭ রান করে।

আরেক ওপেনার লিটন দাসকে সামলানোর কথা তামিমের অভাব। কিন্তু তিনিও খেই হারিয়ে ফেললেন আফতাব আলমের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। তার সংগ্রহ ৬ রান।

মুশফিকের পরিবর্তে সুযোগ পাওয়া মুমিনুলও এদিন হতাশ করলেন। ১৭ বলে ৯ রান করে বিদায় নিলেই তিনিও। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো মোহাম্মদ মিঠুন এদিন থিতু হবার আগেই বোল্ড আফতাব আলমের বলে।

এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেটে ৫০ রান।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকে ধুকতে থাকা আফগানিস্তান ঘুরে দাঁড়ায় শেষ ১০ ওভারে। বোলার রশিদ খানের ৩২ বলে ৫৭ আর গুলাবদিন নাঈবের ৩৮ বলে ৪২ রানে ভর করে ৫০ ওভারে দাঁড় করার ৭ উইকেটে ২৫৫ রানের বড় লক্ষ্য।

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • এশিয়া কাপ ২০১৮ এর পাঠক প্রিয়
X
Fresh