• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তামিম দেশে ফিরছেন মঙ্গলবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৩

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইনিংসের শুরু করে শেষ ওভার পর্যন্ত তামিম খেলেছেন মোটে চার বল। নিয়েছেন মাত্র দুই রান। এর ভেতর ঘটে গেছে তামিমের বীরত্ব গাঁথা গল্প। একজন সাহসী তামিমের অসম্ভব দেশপ্রেমের গল্প।

তামিম আগামীকাল ভাঙ্গা হাত নিয়ে ফিরছেন এশিয়া কাপের আসর থেকে। গত পরশু ১৪তম এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল বড় ব্যবধানে। সঙ্গে হারাতে হয়েছিল তামিমকেও।

ইনিংসের দ্বিতীয় ওভারে সুরঙ্গা লাকমলের করা বল পুল করতে যেয়ে আঘাত লাগে তামিমের বাঁহাতে।

যেতে হয় হাসপাতালে। শেষ হয়ে যায় এশিয়া কাপের বাকি ম্যাচগুলো। এতসব খবরের ভেতর তামিম সবাইকে ভুল প্রমাণ করে নেমে গেলেন ব্যাট হাতে। সঙ্গ দিলেন উইকেটে থাকা মুশফিকুর রহিমকে।

দ্বিতীয়বার উইকেটে এসে ভাঙ্গা হাত পেছনে রেখে এক হাতে মোকাবেলা করেন একটি বল।

তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় আগামীকাল মঙ্গলবার দেশে ফিরছেন টাইগার ওপেনার। এই চোটে তামিম ইকবাল ছিটকে পড়েছেন প্রায় চার সপ্তাহের জন্য।

এদিকে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন :

এমর/এএ

মন্তব্য করুন

daraz
  • এশিয়া কাপ ২০১৮ এর পাঠক প্রিয়
X
Fresh