• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফি-মুস্তাফিজে জয়ের স্বপ্ন

অনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১১

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইনিংসের প্রথম ওভারে দিলেন ১৩ রান। পরের ওভারে মুস্তাফিজুর রহমানের ওভারে উপল থারাঙ্গার টানা দুই চার। টাইগার ভক্তদের মনে এমন সময়ে কতো কিছুই না এসে যায় অজান্তে।

এমন একটা পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় সেটা ঠিকই জানা মুস্তাফিজদের। দুই চার দেয়ার ঠিক এক বল পরেই লেগ বিফোরের ফাঁদে লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস। ফিরে গেলেন ব্যক্তিগত শূন্য রানে।

নিজের দ্বিতীয় ওভার করতে এসে থারাঙ্গাকে ফেরালেন বোল্ড আউট করে। দ্রুত রান তোলা থারাঙ্গা ফিরলেন ১৬ বলে ২৭ রানে।

এরপর আবারও মাশরাফির ধাক্কা লঙ্কান শিবিরে। নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে ফেললেন ধনঞ্জয়া সিলভাকে। কোনও রান না করেই ফিরতে হয় প্যাভিলিয়নে।

মোস্তাফিজকে বিরতি দিয়ে বোলিং করতে আসা মিরাজ চমক দেখান প্রথম ওভারেই। তিন নম্বরে ব্যাট করতে আসা পেরেরাও পড়েন মিরাজের সুইংয়ের ফাঁদে। পেরেরার বিদায় হয় ১১ রানে।

এই চার উইকেট যখন পড়ে তখন শ্রীলঙ্কার সংগ্রহ মোটে ৩৮ রান।

এর আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৬১ রান।

আরও পড়ুন :

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • এশিয়া কাপ ২০১৮ এর পাঠক প্রিয়
X
Fresh