• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

তায়কোয়ানদোতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ও আনসার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৪

১৪তম জাতীয় তায়কোয়ানদো প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জিমন্যাশিয়ামে প্রতিযোগিতায় পুরুষ সিনিয়র বিভাগে ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিভাগে রানার্সআপ বিজিবি। তারা ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জয় করে।

এদিকে, সিনিয়র মহিলা বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার পেয়েছে ৭টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক। রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ২টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক।

মঙ্গলবার সকালে সিনিয়র-জুনিয়র প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

এসময় বিশেষ অতিথি ছিলেন এনএসসির পরিচালক (ক্রীড়া) দীল মোহাম্মদ, তায়কোয়ানদো ফেডারেশনের সভাপতি কাজী মোরশেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যরা।

এবারের প্রতিযোগিতায় বিভিন্ন সার্ভিসেস দল, বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা থেকে সিনিয়র ও জুনিয়র বিভাগে মোট ৫০০ ছেলে-মেয়ে অংশ নেন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh