• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

যুব এশিয়া কাপের শিরোপাও ভারতের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ অক্টোবর ২০১৮, ২৩:২২

এইতো কদিন আগে দুবাইতে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বড়দের পর এবার ছোটরাও শিরোপা জিতল এশিয়া কাপের শিরোপা।

যুবাদের সাতবারের এশিয়া কাপের মধ্যে এটি ভারতের পঞ্চম ও যুগ্মভাবে ষষ্ঠ শিরোপা জয়।

সেমিফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচে বাংলাদেশকে ২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গে জায়গা করে নেয় শ্রীলঙ্কা।

আজ রোববার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। দিবারাত্রির ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।

দুই ওপেনার যশস্বী জশওয়াল ও অনুজ রাওয়াতের ১২১ রানের জুটি বড় সংগ্রহ করতে সাহায্য করে। যশস্বী করেন ৮৫ আর অনুজ করেন ৫৭ রান।

মাঝে দেবদূত পাডিক্কালের ৩২ ছাড়া পরের দুই ব্যাটারও খেলেন অর্ধশত রানের ইনিংস। শিমরান সিং করেন ৬৫ আর আয়ুশ বাধনি করেন ৫২ রান।

৫০ ওভার শেষে মাত্র ৩ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩০১৪ রান। জবাবে ব্যাট করতে নেমে বড় লক্ষ্যের সামনে ভেঙে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ। ওপেনার নিশান মাদুশাঙ্কার ৪৯ আর মিডল অর্ডারে ব্যাট করতে আসা নাভোদ পারানাভিথানার ৪৮ ছাড়া কেউ করতে পারেনি বড় স্কোর।

৩৮ ওভার ৪ বলেই ভারতীয় বোলাররা গুঁড়িয়ে দেয় লঙ্কানদের। সব উইকেট হারিয়ে রান তুলতে পারে মাত্র ১৬০।

ভারতের হয়ে একাই ৬ উইকেট নেন হারাস ত্যাগী। ২ উইকেট নেন সিদ্ধার্থ ডেসাই।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh