• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া কাপের দলে সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৩

সৌম্য সরকার এখনও খুলনায়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছেন চার দিনের ম্যাচ। বিসিবি লাল দলের হয়ে আজ শেখ আবু নাসের স্টেডিয়ামে ২ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন বাম-হাতি এই ওপেনার। সবুজদলের বিপক্ষে ১০২ বল খেলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করে আউট হন ২৫ বছর বয়সী এই তারকা। এখান থেকেই প্রস্তুত হয়ে রওয়ানা করতে হবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে এশিয়া কাপ খেলতে।

এশিয়া কাপের ৩১ সদস্যের প্রাথমিক দলে থাকলেও পরে বাদ দেয়া হয়েছিল ১৫ জনের মূল তালিকা থেকে।

কিন্তু তামিম ইকবালের হাতে চোট পাওয়ায় ভুগতে হচ্ছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও পরে আফগানিস্তানের বিপক্ষে হারতে হয় ব্যাটিং ব্যর্থতায়।

তামিমের স্থলাভিষিক্ত নাজমুল হোসেন শান্ত দুই ম্যাচে করেন ৬ আর ৭ রান। লিটন দাসও নিজেকে মেলে ধরতে পারছেন না ঠিকঠাক। আজ ভারতের বিপক্ষে করেন মাত্র ৭ রান।

ওপেনিংয়ে তাই বিকল্প নেই সৌম্য সরকারের। তড়িঘড়ি করেই পাঠানো হচ্ছে এই বাঁহাতি ব্যাটসম্যানকে। সূত্র জানিয়েছে, আরেক ওপেনার ইমরুল কায়েসকেও পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সব ঠিক থাকলে আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বেন সৌম্য।

বিসিবির এমন আচমকা সিদ্ধান্ত কতটা কাজে দেয় সেটাই এখন দেখার বিষয়।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh