• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

কাতালান চ্যাম্পিয়ন বার্সা

স্পোর্টস ডেস্ক

  ০৮ মার্চ ২০১৮, ১০:৫৫

শিরোপা পুনরুদ্ধার বলা চলে। কাতালানে হওয়া এই সুপার কাপ হয় দু’বছর পর পর। প্রথমবার চ্যাম্পিয়ন বার্সা, পরের বার বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন এসপানিওল। গতরাতে সেই এসপানিওলকে হারিয়ে আবারো সেরা বার্সেলোনা।

নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা পায়নি দু’দল। গোল হয়নি অতিরিক্ত সময়েও। শিরোপা পুনরুদ্ধারের ম্যাচ হলেও নিয়মিত খেলোয়াড়দের খেলায়নি বার্সেলোনা। বলা যায় দ্বিতীয় একাদশ নিয়েই মাঠে নেমেছিল তারা।

দলে ছিল না মেসি, সুয়ারেজ, কৌতিনহোর মতো খেলোয়াড়রা। বলার মতো ছিল উসমানে ডেম্বেলে। যদিও এদিন ডেম্বেলেও পায়নি গোল।

এদিন দশ নাম্বার জার্সিতে মাঠে নেমেছিল কার্লোস এলেনা। প্রথমার্ধে গোল করার দুটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি পকো আলকাসার-ডেনিস সুয়ারেজরা।

প্রথমার্ধে ভালো পজিশনে থেকেও গোল শূন্য থাকায় দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন আনে বার্সা কোচ ভালভার্দে। তাতেও দেখা মেলেনি গোল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচ জিতে শিরোপার পুনরুদ্ধার করে বার্সেলোনা।

২০১৪ সালের আগে ‘কোপা কাতালুনিয়া’ নামে কাতালুনিয়া অঞ্চলের সবগুলো ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিতো। ২০১৪ সাল থেকে আসে নতুন নিয়ম। যাতে শুধু কাতালুনিয়ার সেরা দুই ক্লাব এতে অংশ নেয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাতে পাকিস্তানের নতুন প্রস্তাব
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে ফাইনালে এক পা ডর্টমুন্ডের
ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি পাকিস্তানের
X
Fresh