• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের জোড়া আঘাত, ব্যাকফুটে জিম্বাবুয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০১৮, ১৬:৩০

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দেয়া ২১৭ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে দল। আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এ ম্যাচে শেষ খবর পর্যন্ত তিন উইকেট হারিয়ে ২০ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

সপ্তম ওভারের শেষ দুই বলে পর পর দুটি উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। এতেই ব্যাকফুটে চলে যায় হিথ স্ট্রিকের শিষ্যরা।

৫ রান করে ক্রেইগ আরভিন ও রানের খাতা না খুলেই মাঠ ছাড়েন ব্রেন্ডন টেইলর।

এর আগে চতুর্থ ওভারে প্রথম আঘাতটি হানেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৫ রান করা হ্যামিলটন মাসাকাদজাকে ফেরান তিনি।

এদিন টস জিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে মাশরাফি নেতৃত্বাধীন দলটি।

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। শুরুর দিকে ওপেনার এনামুল হক বিজয় ফিরে যান। তবে ১০৬ রানের জুটি গড়েন দলের সবচেয়ে সেরা দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

সিকান্দার রাজার বলে স্ট্যাম্পিং হবার আগে তুলে নেন ক্যারিয়ারের ৩৭তম হাফ সেঞ্চুরি। ৮০ বলে ৫১ রান করে আউট হন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

অন্যদিকে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে আউট হন তামিম। ক্যারিয়ারের ১৭৭তম ম্যাচে এ রেকর্ড গড়ন এই ড্যাশিং ওপেনার।

‘মাতারা হারিকেন’ খ্যাত জয়াসুরিয়া তার ক্যারিয়ারে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মোট রান করেছিলেন ২ হাজার ৫১৪। তামিম সেটিকে টপকে যান। মিরপুরে সবচেয়ে বেশি রানের মালিক এখন তামিম।

পাশাপাশি ক্যারিয়ারের ৪১তম হাফসেঞ্চুরিও তুলেছেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।

তামিম-সাকিবরা উজ্জ্বল থাকলেও স্বাগতিক ব্যাটসম্যানদের মধ্যে কেউই সুবিধাজনক স্কোর করতে পারেননি। দলের হয় বিজয় ১, মুশফিকুর রহিম ১৮, মাহমুদুল্লাহ রিয়াদ ২, সাব্বির রহমান ৬, নাসির হোসেন ২, মাশরাফি ০ ও সানজামুল ইসলাম করেন ১৯ রান।

শেষ পর্যন্ত ১৮ রান করে মুস্তাফিজুর রহমান ও ৮ রান করে অপরাজিত ছিলেন রুবেল হোসেন।

জিম্বাবুয়ের হয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার ৪টি ও কাইল জারভিস নেন তিনটি উইকেট। একটি করে উইকেট তুলে নেন টেন্ডাই চাতারা ও সিকান্দার রাজা।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh