• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি কর্মীদের জন্য মাইক্রোসফটের উপহার!

স্পোর্টস ডেস্ক

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৬

দিনকয়েক আগে নিজের লেখা বই ‘হিট রিফ্রেশ’- প্রকাশ করেছেন মাইক্রোসফট প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। সেই বইয়ে ক্রিকেটের প্রতি নিজের প্যাশনের কথা লিখেছেন তিনি।

লিখেছেন ঠিক কীভাবে ক্রিকেটের প্রতি দারুণ টান ছিল তার ছোটবেলা থেকে। নাদেলার কথায় হোক আর না হোক। এই প্রথম আমেরিকার কোনো কোম্পানি নিজেদের সীমার মধ্যে ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার সিদ্ধান্ত নিল।

ওয়াশিংটনের রেডমন্ডে নিজেদের সদর দপ্তরে জায়গা করে নিচ্ছে ক্রিকেট ওভাল। সোশ্যাল মিডিয়ায় সিইও’র অফিসের সিনিয়র ডিরেক্টর গ্রেগ শ এই সুখবর জানিয়েছেন।

এই খবর জানার পর মাইক্রোসফটের দক্ষিণ এশিয়ার কর্মচারিরা একটু বেশিই খুশি হয়েছেন।

গ্রেগ শ জানিয়েছেন, আমেরিকার কোনো কর্পোরেট প্রজেক্টে সম্ভবত এই প্রথম বিনোদনের জন্য স্টেডিয়াম তৈরি হল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পাগল দেশের কর্মচারিদের কথা মাথায় রেখেই ক্রিকেটকে গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

এর আগে অবশ্য মাইক্রোসফটে ক্রিকেট খেলা হতো। কিন্তু বাস্কেটবল ও ফুটবল মাঠে উইকেট পুঁতে খেলতেন ক্রিকেটাররা। এবার আর সেটা করতে হবে না। যদিও মাঠে ক্রিকেট খেলায় আপত্তি ছিল বাস্কেটবল ও ফুটবলপ্রেমীদের।

এবার তাই মাইক্রোসফটের ক্রিকেট প্রিয় কর্মচারিদের যাতে আর কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় তাই ৫০০ একরের এলাকায় জায়গা করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের জন্য।

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্য সুরক্ষায় কোলোসিটির হাইব্রিড ক্লাউড পরিসেবা
একাধিক লোকবল নেবে কমিউনিটি ব্যাংক
উইন্ডোজ ১০ বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট!
প্রযুক্তি খাতের বড় হুমকি 'ডিপফেক' 
X
Fresh