• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ইংল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুলাই ২০১৭, ১৫:২৭

টেন্ট ব্রিজে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৪৭৩ রান। হাতে রয়েছে ১০ উইকেট।

এর আগে, প্রোটিয়াদের দেয়া ৪৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১ রান তুলে দিন শেষ করে ইংলিশরা।

আগের দিনের ১ উইকেটে ৭৫ রান নিয়ে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা।

দলের পক্ষে হাশিম আমলা ৮৭, ডিন এলগার ৮০, ফ্যাফ ডু প্লেসিস ৬৩ ও ভারনন ফিলেন্ডার করেন ৪২ রান।

ইংল্যান্ডের পক্ষে মইন আলী ৪টি এবং অ্যান্ডারসন ও বেন স্টোকস নেন ২টি করে উইকেট। চতুর্থ দিনের খেলা শুরু হবে সোমবার বিকেল ৪টায়।

দক্ষিণ আফ্রিকা দল:

ডিন এলগার, হেইনো কুন, হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), টেম্বা বাভুমা, ভারনন ফিল্যান্ডার, ক্রিস মরিস, কেশভ মহারাজ, মরনে মরকেল, ডুয়ানে অলিভিয়ের।

ইংল্যান্ড দল:

অ্যালিস্টার কুক, কিয়াটন জেনিংস, গ্যারি ব্যালেন্স, জো রুট (অধিনায়ক), জনাথন বেয়ারস্টো, বেন স্টোকস, মঈন আলী, লিয়াম ডওসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, জেমস অ্যান্ডারসন ।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh