• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

সেমিফাইনালে চিলি-জার্মানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ জুন ২০১৭, ১৪:৫৯

ফিফা কনফেডারেশনস কাপের ‘বি’গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে জার্মানি।

অপর ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় সেরা দল হয়ে শেষ চারে চিলি।

ক্যামেরুনের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে জার্মানি। প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হয় ইওয়াখিম লুভের দল।

৮৪ মিনিটে কেরেম ডেমিবের গোলে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ৬৪ মিনিটে ম্যাসিউসি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আরো দুর্বল হয়ে পড়ে ক্যামেরুন।

৬৭ মিনিটে টিমো ওয়ার্নারের গোলে ব্যবধান বাড়ায় জার্মানি। ৭০ মিনিটে ক্যামেরুনের পক্ষে এক গোল শোধ করেন ভিনসেন্ট আবু বাকার।

কিন্তু ৮২ মিনিটে টিমো ওয়ার্নার আরো এক গোল করলে বড় জয়ে মাঠ ছাড়ে জার্মানরা।

এদিকে চিলির বিপক্ষে ৪২ মিনিটে জেমস ট্রইসির গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে ৬৮ মিনিটে চিলিকে সমতায় ফেরান মার্তিনো রদ্রিগেস।

বাকি সময় সুযোগ হলেও গোল করতে পারেনি কোনো দল।

প্রথম সেমিফাইনালে বুধবার কাজানে পর্তুগালের মুখোমুখি হবে চিলি। আর বৃহস্পতিবার সচিতে মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় সেমিতে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

২ জুলাই রোববার স্থান নির্ধারণী ম্যাচ হবে মস্কোতে। আর একই দিন সেন্ট পিটার্সবার্গে হবে ফাইনাল ম্যাচ।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জার্মানিতে ৬ বছরের এক শিশুর সন্ধানে ১২০০ জন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
X
Fresh