• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

মিসবাহ-ইউনিসের শেষ টেস্টের প্রথম দিনে দলের সংগ্রহ ১৬৯/২ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ মে ২০১৭, ১৪:৫৮

দলের দুই সেরা ব্যাটসম্যান মিসবাহ-উল-হক ও ইউনিস খানের বিদায় টেস্টে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

বুধবার ডমিনিকার উইন্ডসর পার্কে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।

দলীয় ১৯ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার শান মাসুদকে ব্যক্তিগত ৯ রানে থামিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের অফ-স্পিনার রোস্টন চেজ।

এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার আজহার আলী ও তিন নম্বরে নামা বাবর আজম। প্রথমদিকে তারা রয়ে-সয়ে খেলতে থাকেন। তবে উইকেটে সেট হবার পর রান তোলার গতি বাড়িয়ে দেন আজহার-বাবর। দু’জনের জুটিতে শতকে পৌঁছয় দলের রান।

টেস্ট ক্যারিয়ারের নবম ম্যাচে চতুর্থ অর্ধ-শতক পাওয়া বাবর থেমে যান ৫৫ রানে। ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের শিকারের আগে ১২৪ বল মোকাবেলা করে ৩টি চারে নিজের ইনিংসটি সাজান বাবর। আজহারের সঙ্গে ২৫০ বলে ১২০ রানের জুটি গড়েন তিনি।

দলীয় ১৩৯ রানে বাবরের বিদায়ের পর মাঠে আসেন ইউনিস। মাঠের ঢোকার সময় তাকে গার্ড অব অনার দেন প্রতিপক্ষের ক্রিকেটাররা। সেই সম্মানের পর ব্যাট হাতে সর্তকতার সঙ্গে খেলতে থাকেন তিনি। সর্তক ছিলেন আজহারও।

দিন শেষে অপরাজিত থাকেন আজহার-ইউনিস। তৃতীয় উইকেট জুটিতে ৮৮ বলে ৩০ রানে অবিচ্ছিন্ন থাকেন তারা।

টেস্ট ক্যারিয়ারের ২৬তম হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া আজহার স্বপ্ন দেখছেন ১৩তম সেঞ্চুরির। এজন্য আর ১৫ রান দরকার তার। ৭টি চার ও ২টি ছক্কায় ২১৯ বলে ৮৫ রানে অপরাজিত তিনি।

১১৮তম টেস্ট ম্যাচের ২১২তম ইনিংসে বাউন্ডারি-ওভার বাউন্ডারি ছাড়া ৪৪ বলে ১০ রানে অপরাজিত ইউনিস।

বৃষ্টির কারণে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ৬৯ ওভার খেলা হয়।

প্রথম টেস্টে পাকিস্তান এবং দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জয় পাওয়ায় সমতা বিরাজ করছে তিন ম্যাচের এ সিরিজে।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ১৬৯/২, ৬৯ ওভার (আজহার ৮৫*, বাবর ৫৫, ইউনিস ১০*, মাসুদ ৯, চেজ ১/২৭)।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh