• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কর্মপন্থা তৈরিতে শরিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ অক্টোবর ২০১৮, ২০:০৬
ফাইল ছবি

আগামী দিনের কর্মপন্থা তৈরিতে ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

সোমবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা, সরকারবিরোধী বৃহত্তর জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে আগামী দিনের কর্মপন্থা তৈরি হবে বলে বিএনপি সুত্রে জানা যায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন ২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান, জোটের শরিক দল জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা আব্দুল হালিম, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনার ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ মুসলীম লীগের চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খান, মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণি, পিপলস লীগের (পিএল) সাধারণ সম্পাক সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।

২০ দলীয় জোটের শরিক নেতারা এর আগে গেল ২৭ সেপ্টেম্বর একই স্থানে বৈঠক করেছিলেন।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসের পাশে সরকারবিরোধী ‘সুশীল সমাজ’ 
X
Fresh