• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সরকারি গাড়িতে চড়ে নির্বাচনী প্রচারণা কিভাবে সম্ভব, প্রশ্ন রিজভীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩১
ছবি-সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মন্ত্রীরা না আইন মানে, না কানুন মানে। তারা মনে করেন দেশটা তাদের জমিদারি। এসময় তিনি প্রশ্ন রাখেন সরকারি গাড়ি ব্যবহার করে ক্ষমতাসীনরা কিভাবে নির্বাচনী প্রচার চালায়?

রোববার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মন্ত্রীরা মনে করেন সরকারি গাড়ি তাদের ব্যক্তিগত সম্পত্তি। তাদের জবাবদিহি করতে হয় না। দুদক ও আইন-শৃঙ্খলা বাহিনী তাদের করায়ত্বে, সুতরাং তারা ভয় পাবে কাকে? এ কারণে সরকারি গাড়ি নিয়ে ওবায়দুল কাদের সাহেব নির্বাচনী প্রচারণার গান গাইতে শুরু করেছেন। আপনাদেরতো নির্বাচনের দরকার হয় না, দরকার হলে সরকারি গাড়িতে চড়ে প্রচারণা চালাতেন না।

আওয়ামী লীগকে ছাড়া জাতীয় ঐক্য হয় না-ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, আওয়ামী লীগ জনগণকে চায় না। তারা জনগণকে বহু আগে ছেড়ে দিয়েছে। তাদের সঙ্গে জনগণের জাতীয় ঐক্য হবে না। আর ঐক্যে আসতে হলে তাদেরকে সংশোধন হয়ে আসতে হবে। জনগণের দাবিগুলো মানতো হবে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিষয়ে বিএনপি এ নেতা আরও বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার নানাবিধ ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ। কারণ, আইন-আদালত এখন সরকারের হাতের মুঠোয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
X
Fresh