• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

নেতায় নেতায় ঐক্য হয়েছে, জনতার ঐক্য হয়নি: কাদের

চট্টগ্রাম প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৭

দেশের অধিকাংশ মানুষের প্রিয় নেতা শেখ হাসিনা ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না। তারা নেতায় নেতায় ঐক্য করেছেন। জনতার ঐক্য হয়নি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে এসে তিনি একথা বলেন।

এসময় ওবায়দুল কাদের আরও বলেন, এটা জাতীয় ঐক্য নয়। তাদের ঐক্য জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যারা ঐক্য করে বিজয়ের মাসে জাতীয় নির্বাচনে তাদের পরাজয় হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সড়কপথে আসার পথে আওয়ামী লীগের পথসভায় জনগণ যেভাবে সাড়া দিয়েছে, জাতীয় ঐক্যের সমাবেশে সেভাবে সাড়া দেয়নি।

আগামীকাল রোববার সকালে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ক্রসিং এলাকার এসআর স্কয়ার সংলগ্ন মাঠে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওবায়দুল কাদের। পরে লোহাগাড়ায় একটি সুধী সমাবেশে যোগ দেবেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। পরে কক্সবাজারে আরও দুটি পথসভা করার কথা রয়েছে তার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা পরিষ্কার করতে হবে’
বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
X
Fresh