• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ক্ষমতা পেলে এসকে সিনহাকে রাষ্ট্রপতি করবে বিএনপি: ভারতীয় গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৬
সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোষানলে দেশত্যাগী সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে রাষ্ট্রপতি করবে বিএনপি। শনিবার (২২ সেপ্টেম্বর) ভারতের বাংলা পত্রিকা দৈনিক যুগশঙ্খে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

এতে বলা হয়, ইতোমধ্যে এসকে সিনহাকে রাষ্ট্রপতি করার প্রস্তাবও দিয়েছে বিএনপি। দলটির একাধিক শীর্ষনেতা যুগশঙ্খের কাছে দেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতিকে ‘প্রথম হিন্দু রাষ্ট্রপতি’ করার ইচ্ছার কথা জানিয়েছেন।

আরও বলা হয়, এর আগে প্রধান বিচারপতি থাকাকালীন এসকে সিনহাকে বিএনপি তাদের প্রস্তাবিত ‘নির্বাচনকালীন সহায়ক সরকার’র রাষ্ট্রপতি হিসেবে নাম প্রস্তাবের কথা বলে। বিএনপির একাধিক নেতা তখন তাকে ‘ঐকমত্যের রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করেন।

যুগশঙ্খের প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমানে দলটি মনে করছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে এসকে সিনহাকে পূর্ণ মেয়াদের রাষ্ট্রপতি করবেন। কারণ হিসেবে দলটির একাধিক নেতা জানিয়েছেন, বিচারপতি সিনহা অত্যন্ত সৎ ও বিজ্ঞ একজন আইনজ্ঞ। তাকে বিচারপতি করলে সমালোচনা থাকবে না।
-------------------------------------------------------
আরও পড়ুন : বিএনপি জাতীয় ঐক্য প্রক্রিয়ায় থাকবে: বি চৌধুরী
-------------------------------------------------------