• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কোটা সংস্কার আন্দোলনের নেতা নূরু ঢামেকে ভর্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুন ২০১৮, ১৩:২৩

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সুবিধা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া আহত আরও অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে উপস্থিত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

এসময় মুখোমুখি অবস্থান নেন ছাত্রলীগের কর্মীরা। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে নুরুসহ অনেকে আহত হন।

--------------------------------------------------------
আরও পড়ুন : কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, আহত ৮
--------------------------------------------------------

আন্দোলনকারীরা জানান, ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করেছে। নুরু গুরুতর আহত হয়েছেন। তাকে যেভাবে মারা হয়েছে এভাবে একজন মানুষ আরেকজন মানুষকে মারতে পারে না। তিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা ভালো না।

আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের ঘোষণার আড়াই মাসেও কোটা সংস্কারের কোন প্রজ্ঞাপন জারি হয়নি। তাই তারা সংবাদ সম্মেলনের আয়োজন করে।

তবে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এ হামলার সাথে জড়িত নয়। এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন আরটিভি অনলাইনকে বলেন, ছাত্রলীগ কোন হামলা চালায়নি। শুনেছি ক্যাম্পাসে কোটা আন্দোলনের দুই গ্রুপ মারামারি করেছে।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
রুমা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার
X
Fresh