• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আমরা কথা দিয়েছিলাম, রেখেছি: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুন ২০১৮, ১৮:২৮

গাজীপুর সিটি করপোরশন নির্বাচনে কমিশন স্বাধীন ভূমিকা পালন করেছে। কমিশনকে সহায়তা করেছে সরকার। বিএনপি ছাড়া অন্য কোনো দল কোনো অভিযোগ করেনি। পক্ষপাত ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------

মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, যে কেন্দ্রে বিন্দু পরিমাণ অভিযোগ ছিল সে কেন্দ্রগুলোর ভোট স্থগিত করা হয়েছে। ৯টি কেন্দ্র ছাড়া বাকি সবগুলোতে নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হয়েছে। সবাই সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

তিনি বলেন, আমরা কথা দিয়েছিলাম নির্বাচন নিরপেক্ষ হবে। আমরা কথা রেখেছি। সবার কাছে নেত্রী ম্যাসেজ ছিল সুষ্ঠু নির্বাচনের। আমরা সে অঙ্গিকার পালন করেছি।

তিনি আরও বলেন, বিএনপি নানান অভিযোগ দিয়েছেন বাস্তবে তার ভিত্তি নেই। তারা প্রমাণ করতে পারেনি।

তিনি বলেন, এ নির্বাচনে অনিয়মের কোনো অভিযোগ নেই। সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি। এতে বুঝা যায় নির্বাচন সুষ্ঠু ছিল।

আরও পড়ুন:


বিএনপির অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি: রিটার্নিং কর্মকর্তা

গাজীপুরে শতাধিক কেন্দ্র দখল: রিজভী

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh