• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মাদকের বিরুদ্ধে অভিযান দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মে ২০১৮, ১২:০১

মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযান দেশবাসীর কাছে প্রশংসিত হলেও বিএনপি তা ভালোভাবে দেখছে না। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নোয়াখালী জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, মাদকের বিরুদ্ধে চলা অভিযান জনগণের সময়ের দাবি। দেশের মানুষ এ অভিযানের প্রশংসা করেছে। এতে তারা খুশী। সব রাজনৈতিক দলের উচিত মাদকবিরোধী কর্মকাণ্ডকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।

--------------------------------------------------------
আরও পড়ুন : সরকার-পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা মাদক ব্যবসায় জড়িত: রিজভী
--------------------------------------------------------

তিনি বলেন, সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। সবাইকে রমজানের শুভেচ্ছা।

মোরশেদ আলম তার বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককে স্মররণ করেন। তিনি বলেন, আনিসুল হক নোয়াখালীর মানুষকে একত্র করেছিলেন। তার কথা নোয়াখালীর মানুষ স্মরণ রাখবে।

বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, নোয়াখালীর মানুষে ঐক্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ক সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬
X
Fresh