• ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
logo

কাউন্সিলে সিন্ডিকেট ভাঙার স্লোগান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মে ২০১৮, ১২:৪০

ছাত্রলীগের ২৯তম কাউন্সিল শুরু হয়েছে। শনিবার (১২ মে) রাজধানীর আইইবিতে বেলা সাড়ে দশটার পর নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ সময় সিন্ডিকেট বিরোধী স্লোগান শুরু হয়।

সম্মেলন প্রস্তুত কমিটির নির্বাচন কমিশনের আহ্বায়ক আরিফুর রহমান যাদের বয়স ২৮ বছর অতিক্রম করেছে তাদের প্রার্থীতা বাতিল করেছেন।

কাউন্সিল অধিবেশনে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন উপস্থিত আছেন।

এদিকে বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে ছাত্রলীগের সাবেক এক সাধারণ সম্পাদক কাউন্সিল অধিবেশনে প্রবেশ করলে সিন্ডিকেট সিন্ডিকেট স্লোগান বলে জোরালো স্লোগান দিতে শুরু করে স্লোগানরত নেতাকর্মীরা।

গেলো শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্যাক্রিফাইস করাটা শিখতে হবে। আমি চাই, তোমরা সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নিয়ে আসো। তোমরা নিজেরাই বসো।’ তিনি নেতৃত্বের বয়স ২৮ বছরও নির্ধারণ করে দেন।

ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হচ্ছে। সভায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২৯ তম সম্মেলনে নেতৃত্ব বাছাই করা হবে।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রলীগের শুভেচ্ছা
ক্যাম্পাস খোলার দাবিতে শিক্ষার্থীদের প্রতীকী ক্লাস, শিক্ষকদের অবস্থান কর্মসূচি
রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
দীর্ঘ ৯ বছর পর কুমিল্লা মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
X
Fresh