• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাবেক মন্ত্রী মাঈদুল ইসলাম আর নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মে ২০১৮, ১১:২১

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম মাঈদুল ইসলাম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্প‌তিবার (১০ মে) দিবাগত রাত ১১টা ৪০ মি‌নি‌টে রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে তি‌নি ইন্তেকাল ক‌রেন।

জাতীয় পা‌র্টির প্রে‌সি‌ডিয়াম সদস্য এ‌কেএম মাঈদুল ইসলাম ‌অসুস্থ হ‌য়ে গেলো ১৭ এপ্রিল থে‌কে ইউনাই‌টেড হাসপাতা‌লের নি‌বিড় পর্য‌বেক্ষণ কেন্দ্রে (আই‌সিইউ) চি‌কিৎসাধীন ছি‌লেন। মাঈদুল ইসলাম হৃদরোগসহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন

হাসপাতালের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার জুমার পর আসাদ গেইটের মসজিদে তার জানাজা হবে। শনিবার তার কফিন হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে কুড়িগ্রামের উলিপুরে তার নির্বাচনী এলাকায়।

শনিবার বেলা সাড়ে ১১টায় উলিপুর স্টেডিয়াম মাঠে জানাজার পর আবার মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে। রোববার বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং আসরের পর গুলশানের আজাদ মসজিদের আরও দুই দফা জানাজা হবে মাঈদুল ইসলামের। পরে বনানী কবরাস্থানে তাকে দাফন করা হবে।

তিনি জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। স্ত্রী আগেই মারা গেছেন।

মাঈদুল ইসলাম উলিপুর আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। কাসেম গ্রুপের প্রতিষ্ঠাতা এ রাজনীতিক ১৯৭৯ থেকে ৮৬ সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh