• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচন স্থগিতে সরকারের হাত নেই : হাছান মাহমুদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মে ২০১৮, ২১:২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতে সরকারের হাত নেই। আদালত স্বাধীন। এ রায় আদালত দিয়েছেন। বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী অফিসে দলের প্রচার ও প্রকাশনা উপ কমিটির এক বৈঠক শেষে হাছান মাহমুদ এ কথা বলেন।

সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজের দায়ের করা রিটের প্রেক্ষিতে আজ(রোববার) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

নির্বাচনী প্রচারণার মাঝ পথে এ স্থগিত আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে নির্বাচন স্থগিতের জন্য সরকারি দলকে দায়ী করছেন বিএনপি নেতারা।

বিএনপি নেতাদের এ অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিতাদেশের ক্ষেত্রে সরকারের হাত নেই।

তিনি বলেন, আদালত স্বাধীন। আদালত রায় দিয়েছেন। এব্যাপারে সরকারের কিছু করার নেই।

হাছান বলেন, আদালত যেকোনো জায়গায় যে কোনো কিছুর উপর রায় দিতে পারেন। আদালত সরকারের বিরুদ্ধেও রায় দিয়েছেন।

হাছান বলেন, আমরা এই নির্বাচনে জয়ের ব্যাপারে প্রচণ্ড আশাবাদী ছিলাম।

--------------------------------------------------------
আরও পড়ুন :পরাজয় নিশ্চিত জেনেই সরকারের এই কারসাজি: ফখরুল
--------------------------------------------------------

এদিকে, রোববার সন্ধ্যায় গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন গাজীপুর সিটি করপোরেশনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই সরকার নির্বাচন স্থগিত করেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গাজীপুরের নির্বাচন স্থগিত করায় আমরা হতভম্ব হয়ে গেছি। সরকার জানে জনগণ তাদের ভোট দেবে না। সরকার নিশ্চিত পরাজয় জেনে নিজেদের লোক দিয়ে কারসাজি করে নির্বাচন স্থগিত করিয়েছে।

তিনি বলেন, নির্বাচন স্থগিত করে সরকার প্রমাণ করেছে যে তারা পুরোপুরি জনবিচ্ছিন্ন। আমরা সরকারের এই অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি জনগণকে তাদের গণতান্ত্রিক, নৈতিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকার ভোট স্থগিত করে আমাদের বিজয় নিশ্চিত করে দিয়েছে। এনিয়ে তো সন্দেহের কোনো অবকাশ নেই।

আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। এখানে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হোক মানুষের কল্যাণে : পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সোমালিয়ার জলদস্যুদের চেয়েও ভয়ংকর বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
রোববার ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh