• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

সমঝোতার প্রশ্নই আসে না: খাদ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মে ২০১৮, ১৬:৪৩

দেশে এখন কোনো সংকট নেই। নির্বাচন নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই আসে না।

বললেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে এই মুহূর্তে কোনো সংকট নেই। নির্বাচন নিয়ে কোনো আলাপ-আলোচনা বা সমঝোতার প্রশ্নই আসে না।
--------------------------------------------------------
আরও পড়ুন :নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে: মওদুদ
--------------------------------------------------------

তিনি বলেন, আমরা বুঝতে পারছি, তারা পানি ঘোলা করে খাবে। তারা হয়তো শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। আমরাও সেটা চাই।

নির্বাচনকালীন সরকারে বিএনপি অংশগ্রহণের সুযোগ থাকছে না জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যেহেতু খালেদা জিয়া ও তার দল সংসদে নেই, তাই নির্বাচনকালীন সরকারে তাদের থাকার সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচন সময় মতোই হবে। কেউ যদি নির্বাচন বানচাল করতে চায়, আগুন সন্ত্রাস করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজারে পলিশ ছাড়া চাল বাজারজাত করা হবে : খাদ্যমন্ত্রী
বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন: খাদ্যমন্ত্রী
‘বঙ্গবন্ধু কন্যা নারীদের অগ্রযাত্রার পরিবেশ তৈরি করে দিয়েছেন’
‘বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকদের ওপর প্রভাব পড়বে না’
X
Fresh