• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধি দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ এপ্রিল ২০১৮, ১১:২৮

স্থানীয় ও জাতীয় নির্বাচন বিষয়ে কথা বলতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) গেছেন।

মঙ্গলবার সকাল ১১ টায় তারা নির্বাচন কমিশন কার্যালয়ে যান।

দলীয় সূত্রে জানা গেছে, সোহরাওয়ারার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে না পাওয়ার বিষয়টি ছাড়াও সিটি ও জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির নানা দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করবে বিএনপি। প্রধানমন্ত্রীর বিভিন্ন জেলায় জনসভায় সরকারি খরচে নৌকার পক্ষে ভোট চাওয়ার বিষয়টি অনৈতিক মনে করে বিএনপি। এ বিষয়সহ নির্বাচনসংক্রান্ত অন্যান্য বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : আগামী নির্বাচনে ৩০ আসনে হিন্দু প্রার্থী দেয়া হবে: এরশাদ
--------------------------------------------------------

আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটকে সামনে রেখে এরইমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি গাজীপুরে হাসান উদ্দিন সরকার এবং খুলনায় নজরুল ইসলাম মঞ্জুকে প্রার্থী করেছে।

ঈদের পর আরও তিন সিটি করপোরেশন সিলেট, রাজশাহী এবং বরিশালে নির্বাচন হবে।

এদিকে সিটি নির্বাচনে বিএনপি অংশ নিলেও আগামী ডিসেম্বর বা জানুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে- এমন ঘোষণা এখনও আসেনি।

এর আগে ইসিতে বৈঠক নিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেন।

আরও পড়ুন :

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দল থেকে বিএনপির আরও চার নেতা বহিষ্কার
আরও এক নেতাকে বহিষ্কার করল বিএনপি
‘বিএনপি সাংগঠনিকভাবে দিনদিন দুর্বল হচ্ছে’
পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ 
X
Fresh