• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

এবার কুমিল্লার বাস পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখানো হলো খালেদাকে

কুমিল্লা প্রতিনিধি

  ০৮ এপ্রিল ২০১৮, ১৩:৪৩

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যুতে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (৮ এপ্রিল) কুমিল্লা ৫ নম্বর আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ এই আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুমুল হক রিংকু আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী মঙ্গলবার এই মামলার জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : ইভিএম ব্যবহার বাতিল করতে হবে: রিজভী
--------------------------------------------------------

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে খালেদা জিয়াসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গেলো ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে বন্দি আছেন।

আরও পড়ুন :

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh