• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিঙ্গাপুরে জিকায় আক্রান্ত বাংলাদেশিরা সুস্থ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৫

সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিরা এখন সুস্থ। জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিকা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ নাসিম বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের সার্বক্ষণিক খোঁজখবর নেয়া হচ্ছে। জিকা আক্রান্ত অন্যান্য দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিষয়েও খোঁজখবর নেয়া হচ্ছে।

তিনি বলেন, দেশে জিকা ভাইরাস প্রতিরোধে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এ নিয়ে দেশবাসীর আতঙ্কিত হবার কোনো কারণ নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জিকা বিষয়ে সতর্কতার জন্য যাত্রীদের বিশেষ কার্ড দেয়া হবে। সেটা বিদেশ ভ্রমণকারীদের পূরণ করতে হবে। এতে কে কোথায় যাচ্ছে, কোন জায়গা থেকে আসছে, জিকা ভাইরাসে আক্রান্ত কি না তা জানা যাবে।

এসময় জিকা ভাইরাসে আক্রান্ত দেশ, বিশেষ করে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দেন তিনি।

এম

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
X
Fresh