• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যে মাছ নিয়ে যাবে কল্পনার জগতে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ জানুয়ারি ২০১৭, ১২:৩৬

সারপা সালপা। সোনালি ও হলুদ রঙের আঁশ বিশিষ্ট এ মাছ খেলে আপনার হ্যালুসিনেশন (কল্পিত কিছু দেখা) হতে পারে। এমনটা বললেন বিজ্ঞানীরা।

পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে , তিউনিশিয়া, ফ্রান্স ও ইসরায়েলের উপকূলীয় এলাকায়ও দেখা মেলে এ মাছের। সারপা সালপা’র অর্থ যে মাছ আপনাকে স্বপ্ন দেখাবে। তাই এ মাছটি অনেকের কাছে ‘ড্রিম ফিস’ বা স্বপ্ন মাছ নামেই বেশি পরিচিত।

এ মাছ নিয়ে বিজ্ঞানীরা বলেন, এ মাছ খেলে মানুষের স্নায়ুর বিকার ঘটে। যার ফলে হ্যালুসিনেশন হতে পারে।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh