• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জাবিতে ফের প্রশাসনিক কার্যালয় ঘেরাও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ২৭ মে ২০১৮, ১৪:৫৪

নতুন শিক্ষক নিয়োগ বন্ধ এবং অবিলম্বে সিন্ডিকেট সভার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফের প্রশাসনিক কার্যালয় ঘেরাও করেছে উপাচার্যবিরোধী আওয়ামী লীগপন্থী শিক্ষকরা।

রোববার সকাল সাড়ে ৮টা থেকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে চলমান এ ঘেরাও কর্মসূচি শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে।

সংগঠনটির সম্পাদক ও মুখপাত্র সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন। অবিলম্বে উপাচার্য আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

এদিকে, কার্যালয় ঘেরাও থাকার কারণে ড. ফারজানা ইসলাম অফিসে আসেননি। কার্যালয়ে প্রবেশ করতে পারেনি অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও।

নানা দাবিতে গেলো কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.শরীফ এনামুল কবিরের নেতৃত্বে আন্দোলন করে আসছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

আরও পড়ুন :

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh